শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের শাল্লায় হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে আলী মিয়ার (২৮) মরদেহ এক দিন পর উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় ছায়ার হাওরে মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়দের থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, খালিয়াজুড়ি উপজেলার সীমানায় ছায়ার হাওরে মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে থানায় যোগাযোগ করলে পুলিশ গিয়ে মরদেহ শনাক্ত করে।
গত সোমবার সকালে উপজেলার ছায়ার হাওরে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজ হন আলী মিয়া। পরে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ ও সুনামগঞ্জের ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল সারা দিন হাওরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও মরদেহের সন্ধান করতে পারেনি।