হোম > সারা দেশ > সিলেট

ক্যারম খেলা নিয়ে যুবক হত্যার দায়ে ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ক্যারম খেলা নিয়ে জামাল উদ্দিন নামের এক যুবক হত্যার দায়ে সাতজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের (দ্বিতীয়) বিচারক ঝলক রায় এই রায় ঘোষণা করেন। 

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর খায়রুল কবীর রোমেন। 

দণ্ড পাওয়া আসামিরা হলেন দোয়ারাবাজার উপজেলার বাজিতপুর গ্রামের মতিন মিয়া, নুরুল হক, আনর আলী, আফতাব, সিরাজ আলী, মংলা মিয়া ও হেলাল। রায় ঘোষণার সময় পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন। মংলা মিয়া ও হেলাল মিয়া পলাতক রয়েছেন। 

মামলার এজাহার থেকে জানা গেছে, বাজিতপুর গ্রামে সড়কের পাশে একই গ্রামের মাসুক মিয়া ও হুশিয়ার আলীর ভুসিমালের দোকান ছিল। ২০০৬ সালের ২৭ সেপ্টেম্বর বিকেলে মাসুকের কাছে ক্যারম খেলার জন্য বোর্ডের ঘুঁটি চান হুশিয়ার, ঘুঁটি না দেওয়ায় তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জেরে বিকেল ৫টার দিকে হুশিয়ার ও তাঁর সহযোগীরা দলবদ্ধ হয়ে মাসুক ও তাঁর স্বজনদের ওপর হামলা চালায়। 

হামলার সময় মাসুকের ভাতিজা জামাল উদ্দিনকে আসামিরা বুকে বল্লম দিয়ে আঘাত করেন। এতে গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পথে জামাল মারা যান। এ ঘটনায় নিহতের ভাই আব্দুর রউফ বাদী হয়ে ১৮ জনকে আসামি করে দোয়ারাবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন বলে এজাহার থেকে জানা গেছে।

সিলেটে বিপুল পরিমাণে চোরাচালানের মালামাল জব্দ

সিলেটে ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাকচালক আটক

দেশে অনুপ্রবেশের অভিযোগে ২ ভারতীয় নাগরিক আটক

‘সমন্বয়ক’ পরিচয়ে মামলা-বাণিজ্য

কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় যুবকের লাশ, শরীরে একাধিক আঘাতের চিহ্ন

পা পড়ে না চার সেতুতে

এক মাসেও মাটি পড়েনি ফসল রক্ষা বাঁধে

শতাধিক পণ্যে ও সেবায় ভ্যাট বাড়ানোর প্রতিবাদে সিলেটে মশাল মিছিল

হিংসা-বিদ্বেষ সৃষ্টিকারী কেউ যেন আমাদের মাথার ওপর না বসে: ফুলতলীর পীর

গোয়াহরি বিলে পলো বাওয়া উৎসবে মানুষের ঢল

সেকশন