হোম > সারা দেশ > সুনামগঞ্জ

রাতে গ্রামবাসীর ডাকাত ডাকাত রব, পুলিশ বলছে গুজব

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

আকস্মিক বন্যায় বিপর্যস্ত সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার মানুষ। এদিকে এ এলাকায় এক সপ্তাহের বেশি সময় বিদ্যুৎ নেই। দুর্ভোগ কাটিয়ে উঠতে শারীরিক-মানসিক কষ্টের পর যখন রাতে ঘুমাতে যাবে, তখন গ্রামের মানুষের কণ্ঠে শোনা যায় ডাকাত ডাকাত রব। সর্বশেষ গতকাল শনিবার রাতসহ এক সপ্তাহে পাঁচ দিনই বিভিন্ন গ্রামে ডাকাতের হানা দেওয়ার খবর ছড়িয়ে পড়ে পুরো উপজেলায়। তবে পুলিশের দাবি, এটা সম্পূর্ণ গুজব ছাড়া আর কিছু নয়! 

স্থানীয় লোকজন বলছেন, গতকাল শনিবার রাত দেড়টায় উপজেলার উত্তর ইউনিয়নের কালীবাড়ি গ্রামের লোকজন হঠাৎ ডাকাত ডাকাত বলে চিৎকার করতে থাকে। এতে পার্শ্ববর্তী গ্রাম উত্তর কামলাবাজ ও সাচনা গ্রামের মানুষও ঘুম ভেঙে ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করে। শুরু হয় মসজিদের মাইকেও সতর্কবার্তা। এতে মধ্যরাতে এলাকাজুড়ে এক ভীতিকর পরিবেশ তৈরি হয়। এদিকে উপজেলার হাওর-অধ্যুষিত বেহেলী ও ফেনারবাঁক ইউনিয়নের হাওরের মাঝে থাকা ছোট ছোট গ্রামগুলোর বাসিন্দাদের মনেও দেখা দিয়েছে ডাকাত আতঙ্ক। প্রতি রাতেই দল বেঁধে এলাকার যুবকেরা মিলে পাহারা দেন গ্রামগুলো। 

তবে ডাকাতির এমন খবরে পুলিশ মাঠে নেমে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির কোনো ঘটনার সত্যতা পায়নি বলে জানিয়েছে। এ বিষয়ে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ আব্দুন নাসের আজকের পত্রিকাকে বলেন, ‘যে কয়টি এলাকায় ডাকাতির খবর এসেছে, আমরা সেসব জায়গায় গিয়েছি। ডাকাতির কোনো ঘটনার সত্যতা পাইনি। তবে গভীর রাতে হাওরে অপরিচিত নৌকা এসেছিল এর সত্যতা মিলেছে। এ ছাড়াও প্রতি রাতে আমাদের পুলিশ বাহিনী টহল দিচ্ছে।’ 

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা