সিলেট প্রতিনিধি
সিলেটে ট্রেনে কাটা পড়ে মিজানুর রহমান (৩০) নামে এক রেল কর্মচারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দক্ষিণ সুরমার মোমিনখলা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান সিলেট রেলওয়ে স্টেশনের ইঞ্জিনিয়ারিং শাখার কর্মচারী ছিলেন। তিনি পরিবার নিয়ে রেলওয়ে কোয়ার্টারে থাকতেন।
জানা যায়, মিজানুর রহমান সিলেট রেল স্টেশনের অদূরে মোমিনখলা এলাকায় কাজ করছিলেন। আজ বেলা ১১টার দিকে সিলেট স্টেশন থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রমের সময় তিনি কাটা পড়েন। পরে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
জানতে চাইলে সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস আজকের পত্রিকাকে বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে আছে। কাল ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’