হোম > সারা দেশ > সুনামগঞ্জ

অনুমতি ছাড়াই ছুটি কাটিয়ে শোকজ খেলেন দুই শিক্ষা কর্মকর্তা

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের জামালগঞ্জে উপজেলা প্রাথমিক দুই শিক্ষা কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরিফ উদ্দিন ও সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম রাব্বি জাহান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ছুটি কাটানোর অপরাধে এই নোটিশ দিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা এসএম আব্দুর রহমান। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুই শিক্ষা কর্মকর্তা অফিস ফাঁকি দেওয়া এবং উপজেলার কিছু স্কুলের অসাধু ও ফাঁকিবাজ কয়েকজন শিক্ষকের সহযোগিতায় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে গেছেন। গত কয়েকটি অর্থবছরের বরাদ্দের টাকাতেও নয়-ছয় করার অভিযোগ আছে এই দুই শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে। 

এ নিয়ে বিভিন্ন স্থানীয়, আঞ্চলিক ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হয়েছে। আজ মঙ্গলবার বেশ কয়েকটি স্থানীয় দৈনিকে ‘তিন দিন যাবৎ তালা ঝুলছে শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হলে নড়েচড়ে বসে জেলা শিক্ষা অধিদপ্তর। উপজেলার প্রধান শিক্ষকদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। বৈঠক শেষে বিদ্যালয়ে অনিয়মিত শিক্ষকদের নিয়ে আবারও বৈঠক করে শিক্ষা কর্মকর্তা। এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা (ডিপিও) এসএম আব্দুর রহমান বলেন,

‘ভিডিও কলে জামালগঞ্জের দুই শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে তালা ঝুলতে দেখে আমি হতভম্ব হয়ে গেছি। এই দুই শিক্ষা কর্মকর্তা কেউই আমার কাছে ছুটি নেননি। কী কারণে তাঁরা অফিসে অনুপস্থিত ছিলেন এ ব্যাপারে তাঁদের কাছে সাত কর্ম দিবসের মধ্যে জবাব চেয়ে নোটিশ পাঠানো হয়েছে।’ 

অভিযুক্ত দুই শিক্ষা কর্মকর্তার ব্যবহৃত মোবাইল নম্বরে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁরা সাড়া দেননি। 

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা