হোম > সারা দেশ > সিলেট

সিলেটে ছুরিকাঘাতে ব্যবসায়ীকে হত্যা, সিসিটিভির ফুটেজ দেখে ৫ ছিনতাইকারী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গোবিন্দ তালুকদার (৩৫) নামের এক সবজি ব্যবসায়ী খুন হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে নগরের ধোপাদিঘীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত গোবিন্দ সুনামগঞ্জ সদর উপজেলার পরগাঁও গ্রামের বাসিন্দা গৌরাঙ্গ তালুকদারের ছেলে। তিনি বর্তমানে নগরের আখালিয়া নতুন বাজার এলাকায় থাকতেন। 

এদিক ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজে খুনের দৃশ্য ধরা পড়েছে। এ ঘটনায় পুলিশ পাঁচ ছিনতাইকারীকে শনাক্ত করেছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবার আলী শেখ। 

পুলিশ ও স্থানীয়রা জানান, গোবিন্দ ভাসমান সবজি বিক্রেতা ছিলেন। আজ ভোরে নগরের আখালিয়া নতুন বাজার এলাকা থেকে সোবহানিঘাট পাইকারি সবজির বাজার থেকে সবজি কিনতে যাচ্ছিলেন। পথে ধোপাদিঘীরপাড় এলাকার সড়কে পৌঁছালে তাঁকে ছিনতাইকারীরা ধাওয়া করে। একপর্যায়ে ছুরিকাঘাত করে পালায় ছিনতাইকারীরা। পরে পথচারীরা তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

মহানগর পুলিশের উপকমিশনার আজবার আলী শেখ আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে পাঁচজনকে শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। আশা করছি শিগগিরই খুনিদের আইনের আওতায় নিয়ে আসতে পারব।’

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু