হোম > সারা দেশ > সিলেট

স্নাতক শেষের আগেই ফ্রান্স-যুক্তরাষ্ট্রে পড়ার আমন্ত্রণ পেলেন সিকৃবি শিক্ষার্থী মামুন

সিলেট প্রতিনিধি

মো. আব্দুল্লাহ আল মামুন হৃদয়। ছবি: সংগৃহীত

স্নাতক সম্পন্ন করার আগেই যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের দুটি বিশ্ববিদ্যালয়ে পড়ার আমন্ত্রণ পেয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ আল মামুন হৃদয়। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রের মিসিসিপি স্টেট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং ফ্রান্সের মন্টপেলিয়ার বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক হেলথ বিষয়ে পিএইচডি করার অফার লেটার পেয়েছেন।

আব্দুল্লাহ আল মামুন সিকৃবির মাৎস্যবিজ্ঞান অনুষদের তৃতীয় বর্ষে অধ্যয়নরত। তীব্র ঝোঁক থাকায় স্নাতক প্রথম বর্ষ থেকেই যুক্ত হন গবেষণায়। রপ্ত করেন গবেষণা কাজের প্রক্রিয়া ও গবেষণাপত্র প্রকাশের নানান দক্ষতা। নিজেকে আরও শাণিত করতে নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতা।

এখন পর্যন্ত স্পেন, মালয়েশিয়া, চীন, মরক্কো, ইউকে, পাকিস্তান, পর্তুগাল ও ইতালির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ও ছাত্রদের সঙ্গে কাজ করেছেন আব্দুল্লাহ আল মামুন। বিভিন্ন খ্যাতিসম্পন্ন জার্নালে তাঁর আটটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। আরও চারটি গবেষণাপত্র শিগগিরই প্রকাশিত হবে বলে জানান তিনি।

আব্দুল্লাহ আল মামুন হৃদয় বলেন, ‘আমি প্রথম বর্ষ থেকে গবেষণায় যুক্ত হয়েছি। আমার শুরুর দিকে জার্নিটা সহজ ছিল না। তবে গবেষণাপত্রের ধরন সম্পর্কে জানা, বিভিন্ন এনালিটিক্যাল সফটওয়্যার সম্পর্কে ভালো দক্ষতা অর্জন, নিয়মিত লিটারেচার নোবেল পড়ে গবেষণায় নিজেকে এগিয়ে নিতে পেরেছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এ ক্ষেত্রে সহায়তা করেছেন।’

সিকৃবির এই শিক্ষার্থী বলেন, ‘আমি দুটি বিশ্ববিদ্যালয় থেকে বিনা মূল্যে মাস্টার্স ও পিএইচডি করার অফার লেটার পেয়েছি। বর্তমানে এসব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সঙ্গে মাস্টার্স ও পিএইচডির কোলাবোরেশন গ্রুপে কাজ করছি। এ ছাড়া ইউআইটি দ্য আরটিক ইউনিভার্সিটি অব নরওয়ে থেকে ‘শক্তি ও জলবায়ু পরিবর্তন’ বিষয়ে অধ্যাপক ড. কায়ারা বর্ডিনের তত্ত্বাবধানে থিসিস করছি। আমার স্বপ্ন, একাডেমিক পড়াশোনা ভালো রেখে এবং আরও ভালো ল্যাবে প্রফেসরদের সঙ্গে কাজ করে ইন্ডাস্ট্রিতে জব করা।’

মামুনের সাফল্যে উচ্ছ্বসিত মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নির্মল চন্দ্র রায় বলেন, ‘তার এই সাফল্য বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের। আমরা চেষ্টা করব সে যেন সঠিক সময়ে ডিগ্রি শেষ করে বাইরে পড়তে যেতে পারে। তার এই সাফল্য অনুষদের অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে। অন্য যারা বাইরে পড়াশোনা ও গবেষণায় যেতে ইচ্ছুক, তাদের জন্য সব সময় আমাদের সহযোগিতা থাকবে।’

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা