Ajker Patrika
হোম > সারা দেশ > সিলেট

সিলেট জেলা কর আইনজীবী সমিতির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন

সিলেট প্রতিনিধি

সিলেট জেলা কর আইনজীবী সমিতির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন
সিলেট জেলা কর আইনজীবী সমিতির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটা হয়। ছবি: সংগৃহীত

সিলেট জেলা কর আইনজীবী সমিতির ৫০ বছর পূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেটের দরগা গেইট এলাকার একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর অঞ্চল সিলেটের কর কমিশনার সৈয়দ জাকির হোসেন। তিনি বলেন, ‘দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য সঠিকভাবে ট্যাক্স ও ভ্যাট প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হলে সামাজিক নিরাপত্তা আরও শক্তিশালী হবে এবং সুষম উন্নয়ন নিশ্চিত হবে।’

সৈয়দ জাকির হোসেন আরও বলেন, ‘সিলেট জেলা কর আইনজীবী সমিতি বিগত ৫০ বছরে সুনামের সঙ্গে কার্যক্রম পরিচালনা করে জনগণ ও রাষ্ট্রের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করছে। সমিতির সদস্যদের নিষ্ঠার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানাই।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেটের কর কমিশনার সৈয়দ জাকির হোসেন। ছবি: সংগৃহীত
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেটের কর কমিশনার সৈয়দ জাকির হোসেন। ছবি: সংগৃহীত

সমিতির সভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন—কর অঞ্চল সিলেটের অতিরিক্ত কর কমিশনার মো. আনোয়ার সাদাত, যুগ্ম কর কমিশনার সাইয়ীদ ফাহ্দ আল করিম, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অশোক পুরকায়স্থ, সাবেক সভাপতি মো. সামছুল হক, সিলেট ল’ কলেজ গভর্নিং কমিটির সভাপতি এমরান আহমদ চৌধুরী, বাংলাদেশ ট্যাক্স ল ইয়ার্স এসোসিয়েশন বিটিএলএ’র সহ-সভাপতি মো. আবুল ফজল, মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল সিলেটের পিপি গিয়াস উদ্দিন চৌধুরী।

৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সমিতির বিভিন্ন সময়কার দায়িত্বশীল, প্রয়াত পরিবার এবং সিলেট জেলা জজশীপের বিভিন্ন পদে নিয়োগ পাওয়ায় সম্মাননা স্মারক ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে একটি স্মারক প্রকাশ করা হয়। সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জের লামাকাজি সেতুর টোল আদায় বন্ধের দাবি

হকারকে তুলে নিয়ে চাঁদা আদায়, বহিষ্কৃত যুবদল নেতা গ্রেপ্তার

সালিসে প্রতিপক্ষকে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ৪

শেখ হাসিনার বিচার এক-দেড় মাসের মধ্যেই শুরু হবে: চিফ প্রসিকিউটর

হাওরের ফসল রক্ষা বাঁধ: সময় শেষ, কাজ বাকি ৪৫%

যুবদল নেতাকে চাঁদা না দেওয়ায় হকারকে তুলে নেওয়ার অভিযোগ, সিলেটে সড়ক অবরোধ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: হবিগঞ্জে ‘টাকার বিনিময়ে পকেট কমিটি’, অবাঞ্ছিত ঘোষণা

বেইলি সেতু ভেঙে সুনামগঞ্জ-দিরাই সড়কে যান চলাচল বন্ধ

সিলেটে ৮ চিহ্নিত ছিনতাইকারী গ্রেপ্তার

শাবিপ্রবির ভর্তি পরীক্ষায় জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদকে নিয়ে প্রশ্ন