স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. তোফায়েল আহমেদ বলেছেন, দেশের স্থানীয় সরকারব্যবস্থা অনেক পুরোনো। কতগুলো বিচ্ছিন্ন প্রতিষ্ঠানের মধ্যে আন্তসম্পর্ক তৈরি হয়নি। ফলে এগুলো কার্যকর ভূমিকাও রাখতে পারছে না। অসামঞ্জস্যপূর্ণ এ ব্যবস্থার উন্নয়ন হয়নি।
গতকাল সিলেটের একটি হোটেলে স্থানীয় সরকার সংস্কারবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ড. তোফায়েল। স্থানীয় সরকার সংস্কার কমিশন, স্থানীয় সরকার বিভাগ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগ এবং ইউএনডিপির সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।
দেশের সরকার সংসদীয় পদ্ধতির কিন্তু স্থানীয় সরকারব্যবস্থা রাষ্ট্রপতিশাসিত উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, ‘ইউনিয়ন, উপজেলা ও জেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন এক একটি একেকভাবে কাজ করছে। প্রচলিত কাঠামোয় প্রতিষ্ঠানগুলো এক ব্যক্তির কর্তৃত্বে পরিচালিত হচ্ছে। যার ফলে কাউন্সিল অধিবেশনে যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তা বাস্তবায়ন হচ্ছে না, আবার এ অধিবেশনও ঠিকমতো হয় না। প্রণীত পরিকল্পনা অনুযায়ী কাজ না হওয়ায় কাউন্সিল সত্যিকার অর্থে কার্যকর হচ্ছে না।’