Ajker Patrika
হোম > সারা দেশ > সিলেট

জাফলংয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

জাফলংয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

দেশের অন্যতম পর্যটনকেন্দ্র সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে বেড়াতে গিয়ে পানিতে ডুবে ইমন আহমদ (২৫) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত ইমন আহমদ সিলেটের সুবিদবাজারের হাজিপাড়ার বাসিন্দা। তাঁর বাবার নাম স্বপন মিয়া।

গতকাল শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে পর্যটনকেন্দ্র জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় পানিতে ডুবে যান তিনি।

জানা যায়, ইমনসহ তারা ১২ জন বন্ধু মিলে শুক্রবার সকালে সিলেট থেকে জাফলংয়ে বেড়াতে যান। পরে নদীতে সাঁতার কাটতে গিয়ে তিনি পানিতে ডুবে গেলে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে সিলেটের রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাই সুমন আহমদ।

জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. রতন শেখ নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, ইমনসহ ১২ জন যুবক ঘুরতে আসেন। তাঁরা জাফলং জিরো পয়েন্টে নদীতে সাঁতার কাটতে গেলে ইমন তলিয়ে যান। অনেক খোঁজাখুঁজির পর বেলা সাড়ে ৩টার দিকে নৌকার মাঝি জামরুদের সহযোগিতায় তাঁকে উদ্ধার করা হয়। প্রথমে তাঁকে পার্শ্ববর্তী জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে সেখান থেকে অন্য একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন তাঁর ভাই সুমন।

সিলেটে পাঁচ গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় আটক ৫

নবীগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

কমলগঞ্জের চুরি হওয়া অটোরিকশা ২৪ ঘণ্টায় উদ্ধার, গ্রেপ্তার ২

এমসি কলেজের টিলায় আগুন, পুড়ল গাছপালা

শাবিপ্রবির গবেষণা: ৩২.৭ শতাংশ শিশুর বয়সের তুলনায় উচ্চতা কম

মাদক সেবনকালে আ.লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার

সপ্তাহের ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট

চর কেটে মাটি বিক্রি, অভিযানে ৩ ট্রাক জব্দ

নবীগঞ্জে পুলিশের অভিযানে ৭ ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক