Ajker Patrika
হোম > সারা দেশ > সিলেট

শাল্লার বানভাসিদের এখন ঘরে ফেরার যুদ্ধ

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি

শাল্লার বানভাসিদের এখন ঘরে ফেরার যুদ্ধ

এবারের মতো বন্যা আর কখনো দেখেনি সুনামগঞ্জের মানুষ। স্মরণকালের এমন ভয়াবহ বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হাওরপাড়ের মানুষ। গোলা ভরা ধান, চাল ও গবাদিপশু ভেসে গেছে বন্যার পানিতে। অনেকেই আবার ভিটে বাড়ি হারিয়ে পথে বসেছেন। এখন কিছুটা পানি কমে যাওয়া স্বস্তি ফিরে এসেছে বানভাসিদের মনে। 

এদিকে, বন্যায় বাড়িঘর ছেড়ে যাওয়া মানুষেরা পুনর্বাসনের জন্য বিপদের সম্মুখীন হচ্ছে। এ বছর বন্যায় ফসলহানি, বাড়িঘর তলিয়ে যাওয়াসহ নানা দুর্যোগের মোকাবিলা করে জীবিকা নির্বাহ করছে হাওরবাসী। তাই একের পর এক বিপদ আসায় অভাব অনটনে রয়েছে শাল্লাবাসী। তাই এই দুর্ভোগ থেকে উত্তরণের জন্য সরকারি সহযোগিতার দাবি জানান ক্ষতিগ্রস্তরা। 

আজ রোববার সরেজমিনে উপজেলা ঘুরে দেখা গেছে, বন্যার পানি অনেকটা কমে গেছে। আক্রান্ত এলাকার যেসব মানুষ নিরাপদ আশ্রয়ে ছিলেন, তারা ঘরে ফিরতে শুরু করছেন। তবে নানা সমস্যায় দুর্ভোগ পোহাতে হচ্ছে বানভাসিদের। ঘরবাড়ি ভেঙে পথে বসার উপক্রম। 

উপজেলার হবিবপুর ইউনিয়নের চাকুয়া গ্রামে গিয়ে দেখা যায়, বিকাশ দাসের ঘর বন্যার পানি আর ঢেউয়ে ভেঙে গেছে। অভাব অনটনে থাকায় নিজ বাড়িতে ফিরতে পারছেন না। সংস্কার করার জন্য টাকা পয়সা না থাকায় এখনো রয়েছে আশ্রয়ণ কেন্দ্রে। তাই নিজ ঘরে ফিরতে সরকারি সহায়তার দাবি জানান তিনি। 

আনন্দপুর গ্রামের বাসিন্দা দিলীপ রায় জানান, বন্যায় তাঁর ঘরে কোমর পানি উঠেছিল। ঘরের ভেতর পানি ওঠায় উপায়ান্তর না পেয়ে এক আত্মীয়ের বাসায় গিয়ে উঠেছিলেন। পানি নেমে যাওয়ার পরও এখনে ঘরে ফিরতে পারেননি। এ ছাড়াও ঘরের ভেতর ময়লা আবর্জনা ও পলি জমায় পরিবারের সদস্যদের বাসায় নিয়ে আসতে পারেননি। এ ছাড়া এলাকায় যেভাবে দুর্গন্ধ ছড়াচ্ছে তাতে সেখানে থাকা দায় হয়ে দাঁড়িয়েছে। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বন্যায় শাল্লা উপজেলা ৬৩০টি ঘরের পূর্ণাঙ্গ ক্ষতি হয়েছে। আর আংশিক ক্ষতি হয়েছে ২ হাজার ৯৩০ টি। তবে পূর্ণাঙ্গ ক্ষতিগ্রস্তদের জন্য ঘর সংস্কার করার জন্য সরকার ৬৩ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তালেব জানান, বন্যায় পূর্ণাঙ্গ ক্ষতিগ্রস্তদের জন্য ৬৩ লাখ বরাদ্দ দিয়েছেন সরকার। প্রত্যেককে ১০ হাজার টাকা দেওয়ার জন্য তালিকা গঠনের কাজ চলছে। পর্যায়ক্রমে সকল সহযোগিতা করা হবে। 

নির্বাহী কর্মকর্তা আরও বলেন, ‘শাল্লায় বন্যার্ত মানুষের জন্য পর্যাপ্ত পরিমাণে ত্রাণ মজুত আছে। কোনো মানুষ খাদ্যের অভাবে থাকবে না।’ 

এমসি কলেজের টিলায় আগুন, পুড়ল গাছপালা

শাবিপ্রবির গবেষণা: ৩২.৭ শতাংশ শিশুর বয়সের তুলনায় উচ্চতা কম

মাদক সেবনকালে আ.লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার

সপ্তাহের ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট

চর কেটে মাটি বিক্রি, অভিযানে ৩ ট্রাক জব্দ

নবীগঞ্জে পুলিশের অভিযানে ৭ ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

সংস্কার হয়নি সড়ক, ফসল ডোবার শঙ্কা

মূল্যতালিকা প্রদর্শন না করায় জরিমানা, ক্যাব সভাপতির বাসায় হামলা

সিলেটে গাছ সুরক্ষায় মাসব্যাপী পেরেক অপসারণ কর্মসূচি শুরু