Ajker Patrika
হোম > সারা দেশ > সিলেট

বানিয়াচংয়ে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, হাসপাতালে ভর্তি

হবিগঞ্জ প্রতিনিধি

বানিয়াচংয়ে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, হাসপাতালে ভর্তি
প্রতীকী ছবি

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় এক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার ওই কিশোরীকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জড়িত ব্যক্তিরা কিশোরীর পরিবারকে ঘটনাটি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

কিশোরীর পরিবারের অভিযোগ, গত বুধবার রাতে শৌচাগারে যাওয়ার জন্য মেয়েটি ঘর থেকে বের হয়। এ সময় ইকবাল, কামরুল ও হুমায়ুন নামের তিন যুবক তার মুখ চেপে ধরে তুলে নিয়ে যান। পরে গ্রামের একটি বাড়িতে নিয়ে দুজনের সহযোগিতায় ইকবাল তাঁকে ধর্ষণ করেন। ঘটনার পর অনেকক্ষণ কিশোরীকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে সন্ধান করতে থাকেন। রাত ৩টার দিকে বাড়ির পাশে নির্যাতিতা কিশোরীকে ফেলে রেখে পালিয়ে যান অভিযুক্ত ব্যক্তিরা। পরদিন বৃহস্পতিবার বিকেলে পরিবারের সদস্যরা তাকে গুরুতর অসুস্থ অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

কিশোরীর চাচা বলেন, ‘যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের খুবই দাপট। এ ঘটনায় যেন মামলা না হয় এবং কাউকে জানানো না হয়, সে জন্য আমাদের হুমকি দেওয়া হচ্ছে। তবে এ ব্যাপারে আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।’

গত বৃহস্পতিবার রাতে হাসপাতালে ভর্তি করার পর সদর থানার পুলিশ ওই কিশোরীর সঙ্গে কথা বলেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, ‘আমরা ওই কিশোরীর সঙ্গে কথা বলেছি। পরে বিষয়টি ঘটনাস্থল বানিয়াচং থানাকে অবগত করেছি।’

চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত লোকশিল্পী সুষমা দাশ

হবিগঞ্জে ট্রাকচাপায় তাবলিগ জামাতের দুই সদস্য নিহত

ডিবি পুলিশের ওপর হামলার অভিযোগ, ইউপি চেয়ারম্যানসহ ৪৭ জনের বিরুদ্ধে মামলা

সিলেটে সিগারেটের ধোঁয়া ছাড়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৭, আটক ৩

সিলেটে ২ হাজার কেজি ভারতীয় চিনিসহ গ্রেপ্তার ১

ঘুষ চাওয়ার অভিযোগে কাস্টমস কর্মকর্তাকে পুলিশে সোপর্দ

‘ভুয়া’ এইসির ভয়ংকর কাজ

বকেয়া বেতন, রেশনসহ ১১ দাবিতে চা–শ্রমিকদের বিক্ষোভ

অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে ট্রাকে ধাক্কা, বাইকের ২ আরোহী নিহত

চায়ের নিলামে সিন্ডিকেট, লোকসানে বাগানমালিকেরা