জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশ দায়ের করা নাশকতা চেষ্টা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা শহিদুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।
আজ সোমবার তাঁকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে গতকাল রোববার বিকেলে তাঁকে জগন্নাথপুর বাজার থেকে গ্রেপ্তার করা হয়। শহিদুল রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও ইছগাঁও (পশ্চিম পাড়) গ্রামের নজরুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, নাশকতা মামলার অজ্ঞাত আসামি হিসেবে শহিদুলকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহীন মিয়া বাদী হয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৫২ নেতা-কর্মীর নাম উল্লেখ করে নাশকতা চেষ্টার অভিযোগে থানায় মামলা করেন। ওই মামলায় অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়েছে। তবে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে।