হোম > সারা দেশ > হবিগঞ্জ

হাওরে বজ্রপাতে ২ জেলের মৃত্যু

প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জের বানিয়াচংয়ে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় এই মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন উপজেলার দৌলতপুর ইউনিয়নের করচা গ্রামের নগরবাসী বৈষ্ণবের ছেলে রিপন বৈষ্ণব (২৮) ও কবিরপুর গ্রামের নীলকান্ত বৈষ্ণবের ছেলে বাবুল বৈষ্ণব (৪৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার ওসি মো. এমরান হোসেন।

স্থানীয় ইউপি সদস্য মহানন্দ বৈষ্ণব জানান, সকালে গ্রামের জেলেরা নৌকা নিয়ে পার্শ্ববর্তী হাওরে মাছ ধরতে যান। এ সময় বৃষ্টি শুরু হয়। বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

মহানন্দ বৈষ্ণব বলেন, রিপন বৈষ্ণবের আশপাশে অন্য জেলেরা থাকায় সঙ্গে সঙ্গে তাঁর লাশ বাড়িতে নিয়ে আসা হয়। কিন্তু বাবুল বৈষ্ণবের সঙ্গে কেউ না থাকায় তিনি নিখোঁজ ছিলেন। দুপুর ১২টার পরও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাঁকে হাওরে খুঁজতে যান। একপর্যায়ে হাওরে নৌকার ওপর তাঁর মরদেহ পাওয়া যায়।

মহানন্দ বৈষ্ণব আরও জানান, বানিয়াচং থানায় খবর দেওয়া হয়েছে। পুলিশ গ্রামে এলেই লাশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা