চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সমন্বয়ক’ দাবি করে প্রতারণার অভিযোগে হবিগঞ্জের চুনারুঘাটে মাহবুবুর রহমান তানিম (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে থানা গেট এলাকা থেকে তাকে আটক করা হয়।
তানিম চুনারুঘাট পৌরসভার উত্তর আমকান্দি গ্রামের আব্দুর রহিমের ছেলে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম তথ্যর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘তার বিরুদ্ধে প্রতারণার সুস্পষ্ট অভিযোগ রয়েছে। এ কারণে তাকে মঙ্গলবার রাতে আটক করে বুধবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।’