সিলেটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার মধ্যরাতে সিলেট নগরের মেজর টিলা বাজার এলাকায় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইশতিয়াক সিদ্দিকী ও যুবদল কর্মী কবীরের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মোহম্মদ সজীব খান আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল রাত ১২টার দিকে দুই পক্ষ টর্চ লাইট ও মোবাইল ফোনের আলো জ্বালিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে জানতে চাইলে শাহপরান থানার পরিদর্শক (তদন্ত) রসুল সামদানী আজাদ আপেল বলেন, ‘আগামীকাল দুই পক্ষ বসে বিষয়টি মীমাংসা করবে বলে আমাদের জানিয়েছে।’