হবিগঞ্জের বাহুবল উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত ৯টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের কামারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন কামারগাঁও গ্রামের হাসান আলীর ছেলে উস্তার মিয়া (৩৭) ও চেরাগ আলীর ছেলে ইউসুফ আলী (৩৫)। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে সিলেটে পাঠানো হয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, বাহুবলে সংঘর্ষে আহত লোকজন ও তাদের পক্ষের লোকজন হবিগঞ্জ সদর হাসপাতালে এসেও মারামারিতে জড়ানোর খবর পেয়ে সদর থানার পুলিশ হাসপাতালে যায়। বাহুবলে সংঘর্ষে নিহত দুজনের মরদেহ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কামারগাঁও এলাকায় চেরাগ আলী ফিলিং স্টেশনের পাশের এক টুকরো জমি নিয়ে উস্তার মিয়া ও ইউসুফ আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর আগেও একাধিকবার মারামারির ঘটনা ঘটেছে। শনিবার রাত ৯টার দিকে আবারও দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উস্তার মিয়া ও ইউসুফ আলী নিহত হন। এ ছাড়া উভয় পক্ষের বেশ কয়েক জন আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতদের হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নবীগঞ্জ-বাহুবল সার্কেলের এএসপি আবুল খয়ের শনিবার রাত ১১টা ২০ মিনিটে জানান, তিনি ঘটনাস্থলে রয়েছেন। সেখানে শুধু নারী ও শিশুরা রয়েছে। সংঘর্ষ সম্পর্কে তাঁর পক্ষে বিস্তারিত জানা সম্ভব হয়নি।