বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের বাহুবলে ট্রাকচাপায় অটোরিকশায় থাকা মা-ছেলে নিহত হয়েছেন। আজ রোববার বেলা ৩টায় ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার দৌলতপুর সেতুতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার চিলাউড়া গ্রামের দারা মিয়ার স্ত্রী ফরিদা বেগম (৪৫) ও তাঁর ছেলে মতিউর রহমান (২২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদা বেগম ও তাঁর ছেলে সিএনজিচালিত অটোরিকশায় বাহুবল থেকে মিরপুর এলাকায় যাচ্ছিলেন। পথে ঢাকা-সিলেট মহাসড়কের দৌলতপুর সেতুতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক অটোরিকশাটিকে চাপা দিয়ে চলে যায়। এ সময় অটোরিকশায় থাকা মা-ছেলে গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম ভুইয়া জানান, সড়ক দুর্ঘটনায় নিহত মা-ছেলের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।