সিলেট প্রতিনিধি
সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে জনসভার মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভা ঘিরে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী, সমর্থকদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।
আজ বুধবার দুপুরে জনসভা শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকে জনসভাস্থলের আশপাশে নেতা-কর্মীরা আসতে শুরু করেন। সকালে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আশপাশের এলাকা, চৌহাট্টা, রিকাবীবাজারসহ শহরের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের জড়ো হতে দেখা যায়। সেখান থেকে দলে দলে তাঁরা জনসভাস্থল সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে আসছেন।
এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে নেতা-কর্মীদের ভিড়। খণ্ড খণ্ড মিছিল নিয়ে তাঁরা জড়ো হচ্ছেন সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে। মঞ্চ, সমাবেশস্থল ও আশপাশ এলাকায় উৎসবের পরিবেশ বিরাজ করছে।
ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটে পৌঁছে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরানের (র.) মাজার জিয়ারত শেষ করে সিলেট সার্কিট হাউসে অবস্থান করছেন। সেখান থেকে বেলা ৩টার দিকে সিলেট নগরের আলিয়া মাদ্রাসা ময়দানে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর আগমনের ঘোষণায় সিলেটের ১৯টি সংসদীয় আসনের নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সর্বশেষ গত বছরের ২১ জুন বন্যার্তদের দেখতে সিলেট ও সুনামগঞ্জ সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি সিলেট সার্কিট হাউসে মতবিনিময় সভায়ও অংশ নেন। তবে ২০১৮ সালের পর আজ প্রধানমন্ত্রী সিলেটে কোনো জনসভায় ভাষণ রাখতে যাচ্ছেন।