নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে সুরমা নদী থেকে জান্নতুল নাঈম (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার শহরতলির রবইকান্দি এলাকার ৩ নম্বর রোডের পাশে সুরমা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জান্নতুল নাঈম সুনামগঞ্জের জনগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি এলাকার তারিফ মিয়ার ছেলে।
সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা আজকের পত্রিকাকে বলেন, ‘নাঈম গত সোমবার সুরমা নদীর ক্বীন ব্রিজের নিচে গোসল করতে নেমে নিখোঁজ হন। লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’