হোম > সারা দেশ > সিলেট

কুলাউড়ায় ভাইস চেয়ারম্যান পদে চা-শ্রমিক সন্তান বিজয়ী

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রথমবারের মতো চা-শ্রমিক সন্তান রাজকুমার কালোয়ার রাজু বিজয়ী হয়েছেন। 

গতকাল বুধবার রাতে উপজেলা পরিষদের ফলাফল ঘোষণা কক্ষ থেকে নির্বাচিতদের নাম ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল বাশার। 

ভাইস চেয়ারম্যান পদে চা-শ্রমিক নেতা রাজকুমার কালোয়ার রাজু (চশমা) প্রতীক নিয়ে ৩১ হাজার ৩৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

তার নিকটতম প্রার্থী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মইনুল ইসলাম সজিব (টিউবওয়েল) প্রতীক নিয়ে পেয়েছেন ৩০ হাজার ৪৮৪ ভোট। 

রাজকুমার কালোয়ার রাজু উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লংলা চাবাগানের চা-শ্রমিক রাম নারায়ণ সন্তান রাজ কুমার কালোয়ার রাজু। চা-শ্রমিক পরিবারের বড় ছেলে হিসেবে তিনি সংসার ও ব্যবসা দেখাশোনা করার পাশাপাশি সমাজের নানা উন্নয়ন মূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। পড়াশোনা করছেন এইচএসসি পর্যন্ত। 

রাজ কুমার কালোয়ার রাজুর স্ত্রী মনিকা কালোয়ার মান্না বলেন, ‘আমার স্বামী অনেক লড়াই করে আজ এখানে এসেছেন। সামাজিক কাজে নিয়োজিত থাকার কারণে সংসারে সময় দিতে পারেন না, এলাকার চা শ্রমিক মা-বোন ভাইদের নানা সমস্যায় সর্বদা ব্যস্ত সময় কাটান। তিনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। এটা আমাদের গর্বের বিষয়।’ 

রাজ কুমার কালোয়ার রাজু বলেন, ‘সকালের দোয়া ও সহযোগিতায় আমি বিজয়ী হয়েছি। সবাইকে নিয়ে উপজেলার উন্নয়নে কাজ করব।’

সিলেটে বিপুল পরিমাণে চোরাচালানের মালামাল জব্দ

সিলেটে ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাকচালক আটক

দেশে অনুপ্রবেশের অভিযোগে ২ ভারতীয় নাগরিক আটক

‘সমন্বয়ক’ পরিচয়ে মামলা-বাণিজ্য

কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় যুবকের লাশ, শরীরে একাধিক আঘাতের চিহ্ন

পা পড়ে না চার সেতুতে

এক মাসেও মাটি পড়েনি ফসল রক্ষা বাঁধে

শতাধিক পণ্যে ও সেবায় ভ্যাট বাড়ানোর প্রতিবাদে সিলেটে মশাল মিছিল

হিংসা-বিদ্বেষ সৃষ্টিকারী কেউ যেন আমাদের মাথার ওপর না বসে: ফুলতলীর পীর

গোয়াহরি বিলে পলো বাওয়া উৎসবে মানুষের ঢল

সেকশন