নিজস্ব প্রতিবেদক, সিলেট
তৃতীয় ধাপে উপজেলা নির্বাচনে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দায়িত্ব পালনে অবহেলার কারণে চার সহকারী প্রিসাইডিং অফিসারকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বুধবার উপজেলার শ্রীমঙ্গল সদর ইউনিয়ন ভোটকেন্দ্র ও হাউজিং স্টেট ভোটকেন্দ্র থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়।
অব্যাহতি প্রাপ্তরা হলেন-শ্রীমঙ্গল সদর ইউনিয়ন ভোটকেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার মীরা শীল, অঞ্জন দেব ও সিরাজুন নেহার চৌধুরী। হাউজিং স্টেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রিসাইডিং অফিসার প্রসান্ত কুমার দেব।
সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং অফিসাররা জানান, সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছিল, যেন ভোটার আসার আগে কেউ ব্যালট এ সিল না মারেন। কিন্তু তারা আগেই সিল মারেন। পরে ম্যাজিস্ট্রেট এসে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। এদের মধ্যে সদর ইউনিয়নের একজন এখনো দায়িত্বে রয়েছেন। অন্য সহকারী প্রিসাইডিং এলে তাকেও সরানো হবে।
এ বিষয়ে জানতে চাইলে সহকারী রিটার্নিং অফিসার ইউএনও মো আবু তালেব আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদ ভোটকেন্দ্র থেকে দায়িত্বে অবহেলার কারণে তিনজন আর হাউজিং স্টেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী প্রিসাইডিং অফিসারকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছি। পরে তাদের পরিবর্তে নতুন অফিসার দিয়ে ভোটগ্রহণ করা হয়েছে।’
শ্রীমঙ্গল উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলিয়ে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫৪ হাজার ৪৪১ জন।