হোম > সারা দেশ > সিলেট

ভারত থেকে দেশে এল আম্পায়ার রাসেলের মরদেহ

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি 

ভারতের হোটেল রুমে বাংলাদেশি আম্পায়ারের মরদেহ

ভারতের গুয়াহাটিতে আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা পরিচালনা করতে গিয়ে মারা যাওয়া দেশের অন্যতম সেরা আম্পায়ার নাজিব ইসমাইল রাসেলের (৫২) মরদেহ দেশে ফিরেছে। আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে সিলেটের তামাবিল ইমিগ্রেশন পয়েন্টে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহটি বাংলাদেশি ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

গত শনিবার ভারতের গুয়াহাটিতে একটি ব্যাডমিন্টন ম্যাচে আম্পায়ারিং করতে গিয়ে হোটেল কক্ষে মৃত্যুবরণ করেন নাজিব ইসমাইল রাসেল। আয়োজকরা খেলা শুরু হওয়ার পরও তাঁর সাড়া না পেয়ে হোটেল কক্ষের দরজা ভেঙে তাঁর মরদেহ উদ্ধার করেন। স্থানীয় পুলিশের প্রাথমিক ধারণা, তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।

আইনি প্রক্রিয়া শেষে মেঘালয় রাজ্যের ডাউকি থানা পুলিশ, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ), এবং ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহটি বাংলাদেশি ইমিগ্রেশন পুলিশ, বিজিবি এবং বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের প্রতিনিধিদের উপস্থিতিতে হস্তান্তর করে।

তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ শামীম মিয়া বলেন, ভারত থেকে লাশ হস্তান্তরের পর রাত পৌনে ৮টার দিকে নাজিব ইসমাইল রাসেলের চাচাতো ভাই শামীম হোসেন পরিবারের পক্ষ থেকে লাশ বুঝে নিয়েছেন।

নাজিব ইসমাইল রাসেল বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের প্যানেলভুক্ত আম্পায়ার ছিলেন। তিনি নিয়মিতভাবে আন্তর্জাতিক টুর্নামেন্টে আম্পায়ারিং করতেন এবং বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের বর্তমান নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা