হোম > সারা দেশ > সিলেট

নর্দমা থেকে নবজাতককে তুলে আনল কুকুর

সিলেট প্রতিনিধি

রাস্তার নর্দমা থেকে খাওয়ার জন্য এক নবজাতককে ওপরে তোলে একদল কুকুর। এ দৃশ্য দেখে ওই নবজাতকটিকে উদ্ধার করেন এক নারী। নবজাতকটি আনুমানিক একদিন বয়সের কন্যাশিশু। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা জানা যায়নি। 
 
ঘটনাটি ঘটে আজ বৃহস্পতিবার সিলেট নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের চারপাশ এলাকায়। 

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘একদিন বয়সী শিশুটিকে সকালে এক নারী স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের তত্ত্বাবধানে ওসমানীতে ভর্তি করেন। বর্তমানে ওই নারী শিশুটিকে নিয়ে মেডিকেলে আছেন। শিশুর শরীরের বেশ কিছু ক্ষত রয়েছে। ধারণা করা হচ্ছে, কুকুরে কামড়ে এসব ক্ষত হয়েছে। আমরা তাকে পর্যবেক্ষণ করছি। তবে শিশুটি শঙ্কামুক্ত নয়।’ 

স্থানীয়রা জানান, নগরীর চারপাশ এলাকার একটি নর্দমা থেকে একদল কুকুর শিশুকে খাওয়ার জন্য রাস্তার ওপরে নিয়ে আসে। তখন সেটা স্থানীয় এক নারীর চোখে পড়ে। তিনি শিশুটিকে রাস্তা থেকে উদ্ধার করে স্থানীয় কাউন্সিলরের তত্ত্বাবধানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। শিশুটির হাত-পা, পিঠ ও গলায় বেশ কিছু ক্ষত চিহ্ন রয়েছে। এমনকি নাড়িও কাটা হয়নি বলে জানান তারা।

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা