হোম > সারা দেশ > সিলেট

নবীগঞ্জে সহপাঠীদের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত হওয়ার অভিযোগ

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের নবীগঞ্জে সহপাঠীদের ছুরিকাঘাতে রাইসুল হক তাহসিন (১৯) নামের এক কলেজছাত্র নিহত হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে নবীগঞ্জ শহরের ওসমানী রোডের চৌদ্দহাজারী মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। 

কলেজছাত্র নিহত হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী। তিনি বলেন, ‘এই ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি। তবে জড়িত পলাতক আছেন। তাঁদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’ 

নিহত রাইসুল হক তাহসিন নবীগঞ্জ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। এ ছাড়া তিনি জেলার বানিয়াচং উপজেলার কালাইনজুড়া গ্রামের বাসিন্দা রাজন মিয়ার ছেলে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে চৌদ্দহাজারী মার্কেটের সামনে পূর্ববিরোধের জের ধরে রাইসুল হক তাহসিন, মাহিসহ (১৯) পাঁচজন সহপাঠীর সঙ্গে অপর গ্রুপের সহপাঠী মান্না (১৯), জুয়েল (২০), রিহাদ (২০), রিমনসহ (১৯) ৭-৮ জনের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে মান্না-জুয়েল-রিহাদ, রিমনসহ ৭-৮ জন তাহসিনসহ তার সহপাঠীদের বেধড়ক মারধর করে। একপর্যায়ে তাহসিনের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান তাঁরা। 

এই ঘটনায় তাহসিন, মাহি ও অপর গ্রুপের জুয়েল আহত হন। গুরুতর অবস্থায় তাহসিনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তাহসিন মারা যান। 

ওসি মাসুক আলী বলেন, ‘পূর্ববিরোধের জের ধরে চৌদ্দহাজারি মার্কেটের সামনে তাহসিন-মাহিদের ওপর হামলা করেন মান্নাসহ ৭-৮ জন। পরে তাহসিনকে ছুরিকাঘাত করে পালিয়ে যান তাঁরা। সিলেটে নেওয়ার পথে তাহসিন মারা যান। এই ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি। জড়িতদের ধরতে পুলিশ চেষ্টা করছে।’

জগন্নাথপুরে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা

বড়লেখায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত

সিলেটে বিপুল পরিমাণে চোরাচালানের মালামাল জব্দ

সিলেটে ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাকচালক আটক

দেশে অনুপ্রবেশের অভিযোগে ২ ভারতীয় নাগরিক আটক

‘সমন্বয়ক’ পরিচয়ে মামলা-বাণিজ্য

কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় যুবকের লাশ, শরীরে একাধিক আঘাতের চিহ্ন

পা পড়ে না চার সেতুতে

এক মাসেও মাটি পড়েনি ফসল রক্ষা বাঁধে

শতাধিক পণ্যে ও সেবায় ভ্যাট বাড়ানোর প্রতিবাদে সিলেটে মশাল মিছিল

সেকশন