কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখায় পিকআপ উল্টে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় পিকআপচালক আহত হয়েছেন। গতকাল বুধবার রাত ৮টার দিকে বড়লেখা পৌরসভার গাজিটেকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ীর নাম মো. আব্দুল মানিক (৬৫)। উপজেলার তালিমপুর গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে। বড়লেখা পৌরশহরে তাঁর চালের দোকান রয়েছে। তবে আহত পিকআপ চালকের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় বড়লেখা পৌরসভার গাজিটেকা এলাকা থেকে পিকআপে করে জ্বালানি কাঠ নিয়ে বাড়ি ফিরছিলেন আব্দুল মানিক। এ সময় ওই এলাকায় হঠাৎ পিকআপটি উল্টে পাশের জমিতে পড়ে যায়। এতে আহত হন মানিক। পরে স্থানীয়রা মানিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ পারভেজ বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।