পৌষ সংক্রান্তি উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বসেছে মাছের মেলা। আর মেলা জুড়ে উঠেছে দেশীয় প্রজাতির বড় বড় মাছ। যা দেখতে হাজার হাজার মানুষ ভিড় করছেন।
মেলা সংশ্লিষ্টরা জানান, শত বছরেরও অধিক সময় ধরে শ্রীমঙ্গলে এ মাছের মেলার আয়োজন হয়ে আসছে। এ বছরও গত শনিবার সকাল থেকে বসেছে মেলা। মেলায় দেশীয় প্রজাতির রুই, কাতল, চিতল, বোয়াল, মৃগেল, বাঘার, আইর, কালি বাউসসহ বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ উঠে। এ ছাড়াও হাওর থেকে ধরা ছোট প্রজাতির কৈ, পাবদা, শিং, মাগুর, ট্যাংরা, চিংড়ি, মেনি, রানী, লাছসহ বিভিন্ন প্রজাতির ছোট মাছ উঠেছে। আর এ মাছ কিনতে ও দেখতে ভিড় করছেন হাজার হাজার মানুষ।
রোববার (১৪ জানুয়ারি) বিকেলে শ্রীমঙ্গল উপজেলার নতুন বাজারে সরেজমিন দেখা যায়, মাছ ব্যবসায়ী হাফিজ মনসুরের দোকানে বিশাল আকৃতির একটি চিতল ও একটি কাতল মাছ ওঠানো হয়েছে। মাছটিকে ঘিরে ভিড় করে আছেন দর্শনার্থীরা।
মাছ ব্যবসায়ী হাফিজ মিয়া জানান, মৌলভীবাজারের হাকালুকি হাওর থেকে তিনি এই মাছ দুটি সংগ্রহ করেছেন। চিতল মাছটির ওজন ৩৫ কেজি, যার দাম চাচ্ছেন ৭২ হাজার টাকা। আর কাতল মাছের ওজন ৩০ কেজি, এর দাম চাইছেন ৬০ হাজার টাকা।
তবে বাজারে প্রচুর মাছের আমদানি বেশি হলেও ক্রেতার চেয়ে দর্শকের সংখ্যাই বেশি বলে জানান মাছ ব্যবসায়ীরা।
মাছের মেলা দেখতে এসেছেন নীলফামারীর পরিবহন ব্যবসায়ী মসফিকুল ইসলাম রিন্টু। তিনি জানান, তিনি অনেক দিন ধরে শুনে আসছেন মৌলভীবাজারের শেরপুরে মাছের মেলা বসে বহু বছর ধরে। কিন্তু আসা হয়নি। এবার এসে তিনি অনেক বড় বড় মাছ দেখেছেন, যা এর আগে কখনো দেখেননি।
এবারের মেলায় হাওরের মাছের পাশাপাশি সাগরের মাছও এনেছেন মাছ ব্যবসায়ী ইমাদ হোসেন। তিনি সাগরের শাপলাপাতা (স্টিং রে), টুনা, চাপা সুরমা, পোয়া, বাঘা চিংড়িসহ বিভিন্ন জাতের মাছ।
শ্রীমঙ্গল মৎস্যজীবী লীগের সভাপতি আশিকুর রহমান এম এ জানান, সনাতন সম্প্রদায়ের পৌষ সংক্রান্তির আগে বিভিন্ন হাওরে ও বিলে মাছ ধরা হয়। এই মাছ মেলায় বিক্রি করা হয়। যা সব সনাতন ধর্মাবলম্বীরা কিনে নিয়ে যান।
তিনি বলেন, ছোটকাল থেকে তিনি দেখে আসছেন এই দিনে বড় মাছ সংগ্রহ করে প্রতিবেশী সনাতন পরিবারে উপহার দিতে এবং সনাতনী পরিবার থেকে পৌষ সংক্রান্তির পিঠা পাঠাতে। তিনি বলেন, এটি দুই ধর্মের মানুষের সম্প্রীতির এক মেলবন্ধন।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু তালেব জানান, পোষ সংক্রান্তি উপলক্ষে শ্রীমঙ্গলে মাছের হাট এ এলাকার এক সংস্কৃতি। এই মেলায় মৎস্য ব্যবসায়ীরা প্রতিযোগিতা করে বড় মাছ আনেন।