হোম > সারা দেশ > সিলেট

জনগণের মতামত ও ঐকমত্য ছাড়া সংস্কার সম্ভব নয়: আরিফুল হক

নিজস্ব প্রতিবেদক, সিলেট  

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে সরকার গঠনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পাবে। বিগত ১৭ বছরে আওয়ামী ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসরেরা দেশের প্রতিটি খাতকে পরিকল্পিতভাবে ধ্বংস করেছে। দেশ পুনর্গঠনে যত দ্রুত সম্ভব জনগণের ভোটে নির্বাচিত সরকারের দায়িত্ব নেওয়া প্রয়োজন। জনগণের মতামত ও ঐকমত্য ছাড়া সংস্কার সম্ভব নয়। জনগণ ক্ষমতায় আনলে সবার মতামত নিয়ে দেশকে এগিয়ে নিতে কাজ করবে বিএনপি।’

গতকাল মঙ্গলবার রাতে সিলেট নগরের কাজীটুলা লোহাপাড়ায় সংবর্ধনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী এসব কথা বলেন। বেগম খালেদা জিয়া মুক্তি পরিষদের সাবেক আহ্বায়ক ও জাতীয়তাবাদী ব্যবসায়ী দল সিলেট মহানগরের সাবেক সভাপতি মো. আলী আকবরের উদ্যোগে ও সাবেক ছাত্রদল নেতা কানাডাপ্রবাসী জাকির আলী ছাদিকের সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ্ সিদ্দিকী। সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য দেন কানাডা পূর্ব বিএনপির সভাপতি এজাজ আক্তার তৌফিক এবং যুক্তরাজ্য যুবদলের সহসভাপতি ও সিলেট সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল কাদির সমছু।

সিলেট জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির উপদেষ্টা সাবেক চেয়ারম্যান মামুনুর রশীদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেট জজকোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কামাল হোসেন, কানাডা পূর্ব বিএনপির সহসভাপতি আনছার উদ্দিন আহমদ, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইউসুফ সেলু, বিএনপি নেতা নাবিল আহমদ মেম্বার, শাকিল আহমদ, আব্দুর রহমান, ছাত্রদল নেতা আলী হায়দার হৃদয়, মো. আজাদ লস্কর, আসাদুজ্জামান আসাদ, রোহান বাছির, জহির আলী স্বাধীন, আব্দুর রহিম, অপু আহমদ শাকিল আহম, নাফি আহমদ, আসাদ আহমদ, শাওন আহমদ, মো. আব্দুল্লাহ, আব্দুল মুমিন, নাদিম আহমদ রাফি আহমদ প্রমুখ।

সিলেটে বিপুল পরিমাণে চোরাচালানের মালামাল জব্দ

সিলেটে ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাকচালক আটক

দেশে অনুপ্রবেশের অভিযোগে ২ ভারতীয় নাগরিক আটক

‘সমন্বয়ক’ পরিচয়ে মামলা-বাণিজ্য

কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় যুবকের লাশ, শরীরে একাধিক আঘাতের চিহ্ন

পা পড়ে না চার সেতুতে

এক মাসেও মাটি পড়েনি ফসল রক্ষা বাঁধে

শতাধিক পণ্যে ও সেবায় ভ্যাট বাড়ানোর প্রতিবাদে সিলেটে মশাল মিছিল

হিংসা-বিদ্বেষ সৃষ্টিকারী কেউ যেন আমাদের মাথার ওপর না বসে: ফুলতলীর পীর

গোয়াহরি বিলে পলো বাওয়া উৎসবে মানুষের ঢল

সেকশন