মৌলভীবাজারে মনু নদে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর এক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে সদর উপজেলার কনকপুর ইউনিয়নের মনু নদের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত কিশোরের নাম মো. লিমন শেখ (১২)। সে সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বর্ষিজোড়া এলাকার মো. মনির শেখের ছেলে। তারা দীর্ঘদিন যাবত আশ্রয় প্রকল্পে বাস করে আসছে।
এর আগে গত শনিবার (২২ জুন) সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নে দুপুরে মনু ব্যারেজে সাঁতার কাটতে নামে লিমন শেখ। এর পর থেকে সে নিখোঁজ ছিল।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম লাশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।