নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
সারা দেশে তীব্র দাবদাহের মধ্যে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টিতে ক্ষতি হয়েছে হাওরের বোরোধান ও ঘরবাড়ি।
আজ রোববার বিকেল সাড়ে ৩টার পর দুই ধাপে নবীগঞ্জ উপজেলার পৌর এলাকা, গজনাইপুর, দেবপাড়া ও পানিউমদা ইউনিয়নের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি হয়। শিলাবৃষ্টি স্থায়ীত্ব ছিল প্রায় ২০ মিনিটের মতো। একেকটা শিলার ওজন ১৫০ থেকে ২০০ গ্রাম। শিলাবৃষ্টিতে অনেকের ঘরের টিন ছিদ্র হয়ে গেছে।
এতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হওয়ার শঙ্কা রয়েছে। আজ দিনব্যাপী নবীগঞ্জ উপজেলার তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস।