সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজারে হাওর থেকে আল-আমিন নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া গ্রামের ফাইজুল হকের ছেলে। আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার উত্তর কলাউড়া কালাচান্দের হাওরের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আজ সকালে হাওরে যুবকটির মরহেদ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। এরপর পুলিশ মরদেহটি উদ্ধার করে পরে। প্রাথমিকভাবে ধারণা করছি বজ্রপাতে তিনি মারা গেছেন। কারণ তাঁর শরীরে বজ্রপাতের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।