হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জে বিলের দখল নিয়ে বিএনপির দুই পক্ষে সংঘর্ষে আহত ৩০

হবিগঞ্জ প্রতিনিধি

আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫, ১৪: ৫৫
হবিগঞ্জে বিলের দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের লাখাইয়ে বিলের দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যার পর থেকে রাত ৯টা পর্যন্ত এই সংঘর্ষ চলে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণ করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লাখাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, বিএনপি নেতা আরিফ আহমদ রুপন এবং দলের আরেক নেতা হারিছ মিয়ার মধ্যে খাইঞ্জা নামের একটি বিলের দখল নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে উভয় পক্ষে মামলা চলছে। গতকাল বুধবার সন্ধ্যায় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলে রাত ৯টা পর্যন্ত।

এ সময় উভয় পক্ষ টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হয়। গুরুতর আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী আজকের পত্রিকাকে বলেন, বিলের দখল নিয়ে দুই দলের মধ্যে প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

সেচের অভাবে ধান উৎপাদন অর্ধেকে, উদ্বিগ্ন কৃষক

সিলেটে ৩০৮ বস্তা ভারতীয় চিনি জব্দ

বাল্লা সীমান্তে বাংলাদেশির লাশ হস্তান্তর করল ভারতীয় পুলিশ

সুনামগঞ্জ সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহতের ঘটনায় বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক