হোম > সারা দেশ > সিলেট

সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যা করলেন মা

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি

শাল্লা উপজেলার সুলতানপুর গ্রামে দুই সন্তানসহ বিষপানে এক মায়ের আত্মহত্যার খবর পাওয়া গেছে। নিহত মায়ের নাম আখি আক্তার। তিনি বাহাড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের শামসুল হকের স্ত্রী। সোমবার সকাল আনুমানিক ৯টার দিকে নিজ বাড়িতে তিনি আত্মহত্যা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শামসুল হক সকালে হাওরে মাছ ধরতে যায়। আনুমানিক ৯টার দিকে বাড়িতে ফিরে এসে দেখতে পান স্ত্রী আখি আক্তারসহ তাঁর দুই ছেলে সিয়াম মিয়া (৭) ও রবিউল মিয়া (৫) ঘরের ভেতর মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। এ সময় ছেলে সিয়াম জানায়, তার মা প্রথমে নিজে বিষপান করে পরে তাদেরও বিষপান করিয়েছে। এসব শুনে শামসুল চিৎকার দিলে আশপাশের লোকজন এসে আহতদের শাল্লা সদর হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয়রা আরও জানায়, তাদের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় দ্রুত তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হয়। পরে সিলেট যাওয়ার পথে আখি আক্তার মারা যায়। পারিবারিক কলহের জেরেই আখি বিষপান করেন।

শামসুল জানায়, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসার পর আমার দুই সন্তানকে দিরাই হাসপাতালে নিয়ে আসি। ওরা দিরাই হাসপাতালে চিকিৎসাধীন আছে। এখন ওদের অবস্থা ভালো।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, বিষপানের খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছিল। বিষ পানে মা আখি আক্তারের মৃত্যু হয়েছে, তার দুই ছেলে ভালো আছে। ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে মরদেহ পাঠানো হয়েছে। 

জগন্নাথপুরে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা

বড়লেখায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত

সিলেটে বিপুল পরিমাণে চোরাচালানের মালামাল জব্দ

সিলেটে ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাকচালক আটক

দেশে অনুপ্রবেশের অভিযোগে ২ ভারতীয় নাগরিক আটক

‘সমন্বয়ক’ পরিচয়ে মামলা-বাণিজ্য

কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় যুবকের লাশ, শরীরে একাধিক আঘাতের চিহ্ন

পা পড়ে না চার সেতুতে

এক মাসেও মাটি পড়েনি ফসল রক্ষা বাঁধে

শতাধিক পণ্যে ও সেবায় ভ্যাট বাড়ানোর প্রতিবাদে সিলেটে মশাল মিছিল

সেকশন