হোম > সারা দেশ > সিলেট

জমি নিয়ে বিরোধ: কানাইঘাটে চাচাতো ভাইকে গলা কেটে হত্যা

সিলেট প্রতিনিধি

গ্রামবাসী সুলতান আহমদকে আটক করে পুলিশে সোপর্দ করে। ছবি: সংগৃহীত

সিলেটের কানাইঘাটে জমি নিয়ে বিরোধের জেরে ফয়জুল হোসেন (৬৫) নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নয়াগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় গ্রামবাসী সুলতান আহমদ (৫৫) নামের একজনকে আটক করে পুলিশে দিয়েছে।

নিহত ফয়জুল হোসেন নয়াগাঁও গ্রামের আব্দুল লতিফের ছেলে। অভিযুক্ত সুলতান আহমদ একই গ্রামের আব্দুল জলিলের ছেলে।

স্থানীয়রা জানান, নয়াগাঁও গ্রামের ফয়জুল হোসেনের সঙ্গে দীর্ঘদিন ধরে সুলতান ও তাঁর পরিবারের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে আজ শুক্রবার সকালে বাড়ির উঠানে ফয়জুল হোসেনের সঙ্গে সুলতানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সুলতান ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকলে ফয়জুল মাটিতে লুটিয়ে পড়েন। পরে ফয়জুলকে দা দিয়ে গলা কেটে হত্যা করেন তিনি। এ সময় পালানোর চেষ্টা করলে গ্রামবাসী সুলতানকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে জানতে চাইলে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে থানায় মামলা করেছেন। আটক সুলতানকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

সিলেটে বিপুল পরিমাণে চোরাচালানের মালামাল জব্দ

সিলেটে ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাকচালক আটক

দেশে অনুপ্রবেশের অভিযোগে ২ ভারতীয় নাগরিক আটক

‘সমন্বয়ক’ পরিচয়ে মামলা-বাণিজ্য

কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় যুবকের লাশ, শরীরে একাধিক আঘাতের চিহ্ন

পা পড়ে না চার সেতুতে

এক মাসেও মাটি পড়েনি ফসল রক্ষা বাঁধে

শতাধিক পণ্যে ও সেবায় ভ্যাট বাড়ানোর প্রতিবাদে সিলেটে মশাল মিছিল

হিংসা-বিদ্বেষ সৃষ্টিকারী কেউ যেন আমাদের মাথার ওপর না বসে: ফুলতলীর পীর

গোয়াহরি বিলে পলো বাওয়া উৎসবে মানুষের ঢল

সেকশন