গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাটে ভারতে অনুপ্রবেশের সময় ৪ বাংলাদেশি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে উপজেলার প্রতাপপুর বিওপির মায়াবী ঝরনা এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটক নারীরা নরসিংদী জেলার পলাশ থানার খানেপুর গ্রামের, ঢাকা জেলার নবাবগঞ্জ থানার সূর্যখালী গ্রামের, চাঁদপুর জেলার মতলব উত্তর থানার সুজাতপুর গ্রামের এবং ঢাকা জেলার খিলগাঁও থানার উত্তর রামপুরা গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
জানা গেছে, মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে মায়াবী ঝরনার কাছ দিয়ে মানব পাচারকারীর সহায়তায় চার বাংলাদেশি নারী অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিলেন। এ সময় স্থানীয়রা তাঁদের আটক করে প্রতাপপুর বিওপির টহলদলের কাছে হস্তান্তর করে।
সিলেট ব্যাটালিয়ন (৪৮-বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, আটকদের গোয়াইনঘাট থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে।