সুনামগঞ্জে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। এ সময় পুলিশের ওপর নেতা-কর্মীরা হামলা করলে দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। আজ রোববার বেলা ১১টার দিকে পুরাতন বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শহরের জামতলা থেকে বিএনপির সমর্থকেরা হরতালের সমর্থনে মিছিল নিয়ে আসে। একই সময়ে আরপিন নগর থেকেও মিছিল নিয়ে এগোতে থাকে তাঁরা। এ সময় পুলিশকে দেখে শহরের পুরাতন বাসস্টেশনে দুই দিক থেকে বিএনপির কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করেন। টানা ৩০ মিনিটব্যাপী পুলিশ ও বিএনপির পাল্টাপাল্টি ধাওয়া চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে পুলিশ।
সংঘর্ষের সংবাদ সংগ্রহে ঘটনাস্থলে থাকা সময় টেলিভিশনের চিত্রগ্রাহক রুজেল আহমেদ ও দেশ টিভির চিত্রগ্রাহক মো. রুহুল আহত হয়েছেন। এ ছাড়া পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস।
অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস বলেন, ‘পুলিশকে লক্ষ্য করেই বিএনপির নেতা-কর্মীরা মিছিলরত অবস্থায় ইট-পাটকেল ছুড়ে হামলা চালান। এ সময় আমরাও কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করি। এ ঘটনায় আমাদের কয়েকজন সদস্য আহত হয়েছেন, খোঁজ নেওয়া হচ্ছে।’