Ajker Patrika
হোম > সারা দেশ > সিলেট

সুনামগঞ্জে বিএনপি-পুলিশের সংঘর্ষ, কাঁদানে গ্যাস নিক্ষেপ

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে বিএনপি-পুলিশের সংঘর্ষ, কাঁদানে গ্যাস নিক্ষেপ

সুনামগঞ্জে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। এ সময় পুলিশের ওপর নেতা-কর্মীরা হামলা করলে দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। আজ রোববার বেলা ১১টার দিকে পুরাতন বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, শহরের জামতলা থেকে বিএনপির সমর্থকেরা হরতালের সমর্থনে মিছিল নিয়ে আসে। একই সময়ে আরপিন নগর থেকেও মিছিল নিয়ে এগোতে থাকে তাঁরা। এ সময় পুলিশকে দেখে শহরের পুরাতন বাসস্টেশনে দুই দিক থেকে বিএনপির কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করেন। টানা ৩০ মিনিটব্যাপী পুলিশ ও বিএনপির পাল্টাপাল্টি ধাওয়া চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। 

সংঘর্ষের সংবাদ সংগ্রহে ঘটনাস্থলে থাকা সময় টেলিভিশনের চিত্রগ্রাহক রুজেল আহমেদ ও দেশ টিভির চিত্রগ্রাহক মো. রুহুল আহত হয়েছেন। এ ছাড়া পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস। 

অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস বলেন, ‘পুলিশকে লক্ষ্য করেই বিএনপির নেতা-কর্মীরা মিছিলরত অবস্থায় ইট-পাটকেল ছুড়ে হামলা চালান। এ সময় আমরাও কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করি। এ ঘটনায় আমাদের কয়েকজন সদস্য আহত হয়েছেন, খোঁজ নেওয়া হচ্ছে।’

নবীগঞ্জে পুলিশের অভিযানে ৭ ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

সংস্কার হয়নি সড়ক, ফসল ডোবার শঙ্কা

মূল্যতালিকা প্রদর্শন না করায় জরিমানা, ক্যাব সভাপতির বাসায় হামলা

সিলেটে গাছ সুরক্ষায় মাসব্যাপী পেরেক অপসারণ কর্মসূচি শুরু

চকলেট কিনতে গিয়ে ধর্ষণের শিকার শিশু, তরুণ গ্রেপ্তার

সিলেটে এক মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৩২

মাইকে ঘোষণা দিয়ে গ্রামের দুই পক্ষে সংঘর্ষ, আহত ৫০

বেইলি সেতুর পাটাতন খুলে মহাসড়কে যান চলাচল বন্ধ, ১২ ঘণ্টা পর সচল

জুলাই গণ-অভ্যুত্থানে সিলেট বিভাগের শহীদদের নাম স্থান পেল শাবিপ্রবির ডায়েরিতে