হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জ প্রেসক্লাব সংস্কারের দাবিতে মানববন্ধন

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ প্রেসক্লাব সংস্কারের দাবিতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জ প্রেসক্লাবের কার্যক্রমে দীর্ঘদিন ধরে স্বেচ্ছাচারিতা, অনিয়ম এবং একটি বিশেষ গোষ্ঠীর প্রভাব থাকার অভিযোগ এনে সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন জেলায় কর্মরত সাংবাদিকেরা। আজ সোমবার সকালে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়। এ সময় তাঁরা প্রেসক্লাবকে একটি মুক্ত, নিরপেক্ষ এবং সক্রিয় পেশাগত সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সাংবাদিকদের পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে, প্রেসক্লাবের সদস্যপদ নিয়ে দীর্ঘদিন ধরে চলা অনিয়ম দূর করে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা করা। এ ছাড়া বছরের পর বছর ধরে অবৈধ নেতৃত্বে পরিচালিত প্রেসক্লাবকে একক আধিপত্য ও দুর্নীতিমুক্ত করা।

মানববন্ধনে বক্তারা বলেন, সুশাসন ও সমতাভিত্তিক অংশগ্রহণ নিশ্চিত না করলে প্রেসক্লাব তার কার্যকরী ভূমিকা হারাবে। এ ক্ষেত্রে প্রেসক্লাবের বর্তমান অব্যবস্থাপনা, অনিয়ম ও দুর্নীতি দূর করে পুনর্গঠন ও সংস্কার না করা পর্যন্ত আগামী কার্যকরী কমিটিকে দায়িত্ব গ্রহণ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি জানানো হয়। পরে আগামীকাল মঙ্গলবার প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়।

দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সহিবুর রহমানের সভাপতিত্বে ও দীপ্ত টিভির হবিগঞ্জ প্রতিনিধি আখলাছ আহমেদ প্রিয়র সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন এখন টেলিভিশন ও খবরের কাগজের কাজল সরকার, দৈনিক আমার সংবাদের মীর আব্দুল কাদির, দৈনিক বাংলাদেশ সমাচারের আব্দুল হান্নান চৌধুরী টিপু, দৈনিক আমার বার্তার সিরাজুল ইসলাম জীবন, মাই টিভির নিরঞ্জন গোস্বামী শুভ, দেশ টিভির আমীর হামজা, এশিয়ান টিভির জাহাঙ্গীর রহমান, আনন্দ টিভির শাহাউর রহমান বেলাল, চ্যানেল এসের মো. আলফু মিয়া, দৈনিক সংবাদের মোহাম্মদ শাহ আলম, দৈনিক প্রভাকরের বার্তা সম্পাদক রুবেল মিয়া, তরফ বার্তার বার্তা সম্পাদক জাহেদ আলী মামুন, হবিগঞ্জের বাণীর ভারপ্রাপ্ত সম্পাদক মিজানুর রহমান, দৈনিক জনতার জেলা প্রতিনিধি ডা. শেখ এম এ জলিল, দৈনিক খোলা কাগজের আব্দুল মহিন শিপন, দৈনিক সকালের সময়ের আব্দুর নূর, বিজয় প্রতিধ্বনির ইমরান আহমেদ, প্রতিদিনের কাগজের শাওন খান, আজকের বসুন্ধরার মো. আব্দুল হান্নান স্বপন, হবিগঞ্জের জননীর মো. নুরুজ্জামান রাজু, বাংলাদেশ পরিক্রমার মো. আব্দুল হান্নান, ভোরের আকাশের মো. রেজাউল করিম, চেক পোস্টের এইচ আর রুবেল প্রমুখ।

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা