Ajker Patrika
হোম > সারা দেশ > সিলেট

সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি কারাগারে

মধ্যনগর ও ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি কারাগারে
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

সুনামগঞ্জের মধ্যনগরে মো. কবির মিয়া ওরফে কবির খাঁকে (৩০) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার পুলিশ তাকে সুনামগঞ্জের আদালতে হাজির করে। শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গতকাল বুধবার রাতে উপজেলার মাছুয়াকান্দা নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কবির মিয়া সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি এবং ওই গ্রামের বাবুল মিয়ার ছেলে।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজীব রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহসভাপতিকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।’

জানা যায়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৩৫ / ৪০ জন নেতা কর্মী গত ২৭ নভেম্বর মধ্যনগর বাজারে ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসেভ আলভী তালুকদারের অফিসে দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেন। বৈঠকে তারা দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং অন্তর্বর্তী সরকার পতনে অন্তর্ঘাতমূলক কার্য করার জন্য প্রস্তুতি গ্রহণের খবর পায় পুলিশ।

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবনতি করে বুধবার থানার এসআই মো. আলমগীর ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মো. কবির মিয়া ওরফে কবির খাঁকে গ্রেপ্তার করে।

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে সিলেটে বিক্ষোভ-মানববন্ধন

জগন্নাথপুরে বিএনপির কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ২ পক্ষের মারামারি, আহত ৩

ডিসির নির্দেশ উপেক্ষা করে বসছে পশুর হাট

সিলেটে তালামীয নেতার ওপর হামলা: শিবির নিন্দা জানানোয় বক্তব্য পাল্টাল জামায়াত

বর্তমান সরকারের আমলেও সিলেট বৈষম্যের শিকার: সাবেক মেয়র

প্রতিপক্ষকে ফাঁসাতে নারীকে হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড

হবিগঞ্জের সাবেক এমপি মজিদ খান ২ দিনের রিমান্ডে

একাত্তরের গেরিলা যোদ্ধা আশরাফ বাবুল চৌধুরী আর নেই

তালামীয নেতার ওপর হামলা: জামায়াতের সঙ্গে বৈঠকের পরও ভিন্ন ভিন্ন বক্তব্য

ট্রাকচাপায় মোটরসাইকেল দুমড়েমুচড়ে ২ যুবক নিহত