হোম > সারা দেশ > সিলেট

রেললাইনে ভেঙে পড়ল গাছ, ২ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন যোগাযোগ স্বাভাবিক

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারে কমলগঞ্জের লাউয়াছড়া বনাঞ্চল এলাকায় কালবৈশাখীতে রেললাইনের ওপর গাছ ভেঙে পড়ে যায়। এতে দুই ঘণ্টা সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ ছিল। 

আজ রোববার বিকেল সাড়ে ৫ টার দিকে লাউয়াছড়া বনাঞ্চল এলাকায় ঝড়ের সময় এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে সিলেটের সঙ্গে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়। বিষয়টি নিশ্চিত করেন ভানুগাছ রেলস্টেশন মাস্টার কবির আহমেদ। 

স্থানীয় সূত্রে জানা গেছে, মৌলভীবাজার জেলাজুড়ে বয়ে যায় আধঘণ্টার কালবৈশাখী। এতে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া আখাউড়া-সিলেট রেলপথের একাধিক স্থানে গাছ ভেঙে পড়ে। ওই সময় বনের মাঝে রেললাইনের ওপর গাছ পড়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ভানুগাছ রেলস্টেশনে পারাবত এক্সপ্রেস ও শ্রীমঙ্গল রেলস্টেশনে জয়ন্তিকা এক্সপ্রেস আটকা পরে। 

এতে দুর্ভোগে পড়েন ট্রেনের যাত্রীরা। পরে রেললাইন ওপর থেকে গাছ সরানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ বলেন, ঝড়ে শ্রীমঙ্গল-ভানুগাছ রেলস্টেশনে মধ্যেবর্তী স্থানে লাউয়াছড়া বনাঞ্চল এলাকায় রেললাইনের ওপর কয়েকটি গাছ ভেঙে পড়ে। এতে বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট পর্যন্ত সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে লাইনের ওপর থেকে গাছ সরানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সিলেটে বিপুল পরিমাণে চোরাচালানের মালামাল জব্দ

সিলেটে ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাকচালক আটক

দেশে অনুপ্রবেশের অভিযোগে ২ ভারতীয় নাগরিক আটক

‘সমন্বয়ক’ পরিচয়ে মামলা-বাণিজ্য

কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় যুবকের লাশ, শরীরে একাধিক আঘাতের চিহ্ন

পা পড়ে না চার সেতুতে

এক মাসেও মাটি পড়েনি ফসল রক্ষা বাঁধে

শতাধিক পণ্যে ও সেবায় ভ্যাট বাড়ানোর প্রতিবাদে সিলেটে মশাল মিছিল

হিংসা-বিদ্বেষ সৃষ্টিকারী কেউ যেন আমাদের মাথার ওপর না বসে: ফুলতলীর পীর

গোয়াহরি বিলে পলো বাওয়া উৎসবে মানুষের ঢল

সেকশন