হোম > সারা দেশ > সিলেট

সিলেটে স্বামী-স্ত্রীর মৃত্যু নিয়ে ‘রহস্য’

নিজস্ব প্রতিবেদক সিলেট 

ছবি: সংগৃহীত

সিলেট নগরের মাছিমপুর এলাকায় স্বামী-স্ত্রীর মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। স্থানীয়রা এ ঘটনাকে আত্মহত্যা বললেও পুলিশ জানিয়েছে, তারা অসুস্থ হয়ে মারা গেছেন। আজ বুধবার সকালে মাছিমপুরের খন্দকারের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন ওই বাসার ভাড়াটিয়া রুবেল আহমদ (৩০) ও তাঁর স্ত্রী রাজনা বেগম (২৫)।

স্থানীয়রা জানান, এদিন সকাল ৯টায় রাজনা বেগম বিষপান করে মারা যান। পরে বেলা ১১টায় স্বামী রুবেল মিয়া বাসায় গিয়ে স্ত্রীর মৃত্যু দেখে নিজেও বিষপান করে অসুস্থ হয়ে পড়েন। তাঁদের দু’জনকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালি থানাধীন সুবহানীঘাট ফাঁড়ি পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘স্বামী-স্ত্রী দুজনেই অসুস্থ হয়ে মারা গেছেন। প্রথমে স্ত্রী অসুস্থ হলে স্বামী হাসপাতালে নিয়ে যায়। পরে স্ত্রীর মৃত্যুর বিষয়টি সহ্য করতে না পেরে বিকট চিৎকারে সেও অসুস্থ হয়ে মারা যায়। যেহেতু ডাক্তার সুনির্দিষ্ট করে কিছু বলছে না, তাই তাদের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

তবে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, ‘দুজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর কারণ জানা যাবে। বাকিটা পুলিশ বলতে পারবে।’

জগন্নাথপুরে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা

বড়লেখায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত

সিলেটে বিপুল পরিমাণে চোরাচালানের মালামাল জব্দ

সিলেটে ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাকচালক আটক

দেশে অনুপ্রবেশের অভিযোগে ২ ভারতীয় নাগরিক আটক

‘সমন্বয়ক’ পরিচয়ে মামলা-বাণিজ্য

কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় যুবকের লাশ, শরীরে একাধিক আঘাতের চিহ্ন

পা পড়ে না চার সেতুতে

এক মাসেও মাটি পড়েনি ফসল রক্ষা বাঁধে

শতাধিক পণ্যে ও সেবায় ভ্যাট বাড়ানোর প্রতিবাদে সিলেটে মশাল মিছিল

সেকশন