সিলেট প্রতিনিধি
সিলেটে রাষ্ট্রদ্রোহের অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে ছাত্রলীগের করা দুই মামলা খারিজ করেছেন আদালত। আজ রোববার সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক ছগির আহমদ এ রায় দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পিপি আবু ফাহাদ। তিনি জানান, ২০১৪ সালে রাষ্ট্রদ্রোহের অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে দুই ছাত্রলীগ নেতা দুটি মামলা করে। মেই মামলায় বাদী উপস্থিত না হওয়ায় রোববার খারিজ করেছেন আদালত।
এ বিষয়ে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী আজকের পত্রিকাকে জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিভিন্ন সময়ের বক্তব্যের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রদ্রোহের অভিযোগে দুজন ছাত্রলীগ নেতা মামলা দুটি করেন। তারা যে মামলা করলেন, তাদের আর কোনো হদিস নেই। সে কারণে দীর্ঘদিন ধরে মামলাগুলো পড়ে থাকায় রোববার আদালত মামলা দুটি খারিজ করেছেন।
উল্লেখ্য, ২০১৪ সালে সিলেট মহানগর পুলিশের শাহপরান (র.) থানায় মামলা দুটি করেন সিলেট জেলা ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তৎকালীন সভাপতি শামীম মোল্লা।