নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটের বিয়ানীবাজারে শিক্ষার্থী পরিচয়ে চাঁদা আদায়কালে এক কিশোরীকে আটক করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার তাকে আটকের পর থানায় হস্তান্তর করা হয়।
জানা যায়, আটক কিশোরী রাস্তা পরিষ্কার ও দেয়ালে লেখার জন্য ৩০ টাকা করে চাঁদা তোলে। এ সময় স্থানীয়রা খবর দিলে শিক্ষার্থীরা এসে তাকে চাঁদা আদায়কালে হাতেনাতে আটক করেন।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘১৪-১৫ বছরের এক কিশোরী দেয়ালে লেখার কথা বলে টাকা তুলছিল। খবর পেয়ে শিক্ষার্থীরা এসে তাকে আটক করে। ওই কিশোরীর অভিভাবককে খবর দেওয়া হয়েছে। তারা আসলে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এদিকে বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের নামে কেউ কোনো চাঁদা আদায় করতে চাইলে তাকে সহযোগিতা না করার আহ্বান জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।