হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের লাখাই উপজেলার চিকনপুর হাওর থেকে গত শনিবার মাটিচাপা অবস্থায় উদ্ধার অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশের পরিচয় পাওয়া গেছে। লাশটি লাখাই সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক শাহ আমজাদ হোসেন নয়নের (৪০)। নয়নের প্রথম স্ত্রী লাখাই থানায় এসে তাঁর পরিচয় নিশ্চিত করেছেন।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চিকনপুর হাওর থেকে উদ্ধার হওয়া শাহ আমজাদ হোসেন নয়ন পূর্ব সিংহ গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে।
ওসি আরও বলেন, গত শনিবার দুপুরে মোবাইল ফোনে খবর পেয়ে পুলিশের একটি দল পূর্ব হাওরে মাটিচাপা অবস্থায় লাশটি উদ্ধার করে। গত সোমবার প্রথম স্ত্রী থানায় এসে শাহ আমজাদ হোসেন নয়নের লাশ শনাক্ত করেন। সোমবার রাতে থানার উপপরিদর্শক (এসআই) মৃদুল কুমার ভৌমিক বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে থানায় খুনের মামলা করেছেন।
লাখাই থানার পরিদর্শক (তদন্ত) চম্পক দামকে ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘নয়নের হত্যা রহস্য উদ্ঘাটন করতে পারব বলে আমরা আশাবাদী।’