Ajker Patrika
হোম > সারা দেশ > সিলেট

বেইলি সেতু ভেঙে সুনামগঞ্জ-দিরাই সড়কে যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, সিলেট  

বেইলি সেতু ভেঙে সুনামগঞ্জ-দিরাই সড়কে যান চলাচল বন্ধ
বেইলি সেতুতে আটকে আছে ট্রাক। ছবি: আজকের পত্রিকা

সুনামগঞ্জ সদর উপজেলার একটি বেইলি সেতুর পাটাতন ভেঙে পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। এতে সুনামগঞ্জ-দিরাই-সিলেট সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা।

আজ শুক্রবার সকালে সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নের কাঠইর-মদনপুর এলাকায় সুরমা নদীর শাখা নদীর বেইলি সেতুর পাটাতন ভেঙে যায়।

এলাকাবাসী জানান, আজ সকালে একটি পণ্য বোঝাই ট্রাক সুনামগঞ্জ সদর থেকে দিরাই উপজেলার দিকে যাচ্ছিল। ট্রাকটি কাঠইর বেইলি সেতুতে উঠলে সেতুটির পাটাতন ভেঙে যায়। বর্তমানে ট্রাকটি বেইলি সেতুর ওপর আটকে আছে। এ কারণে সড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়েছে। ফলে ভোগান্তি পোহাচ্ছেন যাত্রী ও যানবাহনের চালকেরা।

দিরাই উপজেলাগামী একটি পরিবহনের যাত্রী সুলেমান মিয়া বলেন, ‘এক অসুস্থ আত্মীয়কে দেখতে গতকাল সুনামগঞ্জে যাই। আজ বাড়ি ফিরছিলাম। দিরাই রাস্তায় এসে মহাবিপদে পড়লাম।’

মনিরুজ্জামান তালুকদার নামে এক পিকআপভ্যান চালক বলেন, ‘ভোরে সবজি নিয়ে দিরাই রওনা হই। সেতু ভেঙে যাওয়ায় আটকে পড়েছি। রোদের কারণে গাড়িতে থাকা সবজি নষ্ট হয়ে যাবে। সেতু দ্রুত মেরামত করা না হলে আমাদের অনেক লোকসান হবে।’

সুনামগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ বলেন, সেতুটির দুটি পাটাতন ঠিক করা হয়েছে। ট্রাকটি সরানোর জন্য কাজ চলছে। ট্রাকটি সরানো হয়ে গেলে দ্রুত সময়ের মধ্যে অন্য পাটাতন মেরামত করে যান চলাচল স্বাভাবিক করা হবে। আজকের মধ্যে যান চলাচল স্বাভাবিক করা হবে।

হবিগঞ্জে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

শেখ হাসিনার প্রটোকল অফিসার রাজুর ভাই কামরুল গ্রেপ্তার

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসিসহ ৫৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি-রেজিস্ট্রারসহ ৫৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সিলেটে শনিবার শুরু হচ্ছে আন্তর্জাতিক শিক্ষামেলা

বারকি নৌকায় এবার ভোলাগঞ্জের সাদা পাথর লুট

সুনামগঞ্জে ধান আনতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু

মে দিবসে খোলা থাকবে সিলেটের হোটেল-রেস্টুরেন্ট

ফের সাক্ষ্য গ্রহণ পেছাল কিবরিয়া হত্যা ও সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলার

ভারতে নির্যাতনের শিকার দুই বাংলাদেশি ফিরলেন দেশে, অতঃপর...