Ajker Patrika
হোম > সারা দেশ > সিলেট

সিলেটে কাচ্চি ডাইন রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক সিলেট 

সিলেটে কাচ্চি ডাইন রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা
সিলেটে কাচ্চি ডাইন রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা। ছবি: আজকের পত্রিকা

সিলেটের জিন্দাবাজারে কাচ্চি ডাইন রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বুধবার অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন।

এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এমন অপরাধ না করতে সতর্ক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) দেবানন্দ সিনহা আজকের পত্রিকাকে বলেন, কাচ্চি ডাইনের এ শাখায় মাংস সংরক্ষণ স্বাস্থ্যসম্মতভাবে করা হয় না। এ ছাড়া খাবারে ব্যবহৃত অনেক মসলা মানসম্মত নয় এবং বিদেশি বলা হলেও আমদানির কাগজপত্র নেই। এসব অপরাধে কাচ্চি ডাইনকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। ভবিষ্যতে এমন অপরাধ না করতে সতর্ক করে দেওয়া হয়েছে।

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সিলেটে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা। অভিযানে প্রশাসনের সদস্য ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানের বিষয়ে জানতে চাইলে রেস্টুরেন্টের ম্যানেজার রাজিব আহমদ বলেন, ‘রান্নার পাত্র স্বাস্থ্যসম্মত মনে হয়নি। আর মাংস ধোয়ার পাত্র স্টিলের ব্যবহার করার জন্য বলে গেছেন ভ্রাম্যমাণ আদালত। আমরা বিষয়গুলো দ্রুত পরিবর্তন করব।’

হবিগঞ্জে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

শেখ হাসিনার প্রটোকল অফিসার রাজুর ভাই কামরুল গ্রেপ্তার

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসিসহ ৫৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি-রেজিস্ট্রারসহ ৫৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সিলেটে শনিবার শুরু হচ্ছে আন্তর্জাতিক শিক্ষামেলা

বারকি নৌকায় এবার ভোলাগঞ্জের সাদা পাথর লুট

সুনামগঞ্জে ধান আনতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু

মে দিবসে খোলা থাকবে সিলেটের হোটেল-রেস্টুরেন্ট

ফের সাক্ষ্য গ্রহণ পেছাল কিবরিয়া হত্যা ও সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলার

ভারতে নির্যাতনের শিকার দুই বাংলাদেশি ফিরলেন দেশে, অতঃপর...