সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কোরআন অবমাননার অভিযোগ তুলে সুনামগঞ্জের দোয়ারাবাজারে হিন্দুদের বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুর করা হয়েছে। এই ঘটনায় গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) উপজেলার সদর ইউনিয়নের মংলারগাঁও গ্রামের প্রফুল্ল দাসের ছেলে আকাশ দাসকে (২০) আটক করেছে পুলিশ।
পুলিশ বলছে, আকাশ দাসের ফেসবুক আইডি থেকে কোরআন শরিফ অবমাননাকর ছবিতে কমেন্ট করার অভিযোগ তুলে গতকাল সন্ধ্যার পর একদল উত্তেজিত লোক মিছিল করে। এ সময় মংলারগাঁও গ্রামের ১০-১২টি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করা হয়।
আকাশ দাসকে আটক করা হয়েছে জানিয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক আজকের পত্রিকাকে বলেন, তাঁর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।