সুনামগঞ্জ প্রতিনিধি
যুক্তরাষ্ট্রের মিশিগানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বাবা-ছেলে নিহত হয়েছেন। নিহতরা সুনামগঞ্জের ছাতক উপজেলার বাসিন্দা। গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) স্থানীয় সময় দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন— মাহিদুল ইসলাম সুজন (৩৫) ও তার বাবা নুর মিয়া (৬৫)। তাঁদের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার বুরাইয়া গ্রামে।
জানা গেছে, একটি সাদা গাড়ির যাত্রীদের সন্দেহজনক মনে হলে টহল পুলিশ তাদের ধাওয়া করে। গাড়িটি পালানোর সময় বাংলাদেশি অধ্যুষিত কনান্ট রোডের ইন্টারসেকশনে দাঁড়িয়ে থাকা সুজনের গাড়িতে আঘাত করে। এতেই সুজনের গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই সুজনের মৃত্যু হয় তবে তাঁর বাবা নূর মিয়াকে আহত অবস্থায় ডেট্রয়েট সিটির ডিএমসি হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত সুজনের শ্বশুর আব্দুল মতিন জানান, অভিবাসী হয়ে যুক্তরাষ্ট্রে আসার আগে সুজন বাংলাদেশের একটি ব্যাংকে চাকরি করতেন। প্রায় ৪ বছর আগে তিনি এক মার্কিন নাগরিককে বিয়ের সূত্রে সুনামগঞ্জ থেকে মিশিগানে আসেন। তার বাবা নূর মিয়া গত ৪ সেপ্টেম্বর ভিজিট ভিসায় যুক্তরাষ্ট্রে আসেন।
নিহত বাবা-ছেলের লাশ জানাজা শেষে সুনামগঞ্জে পাঠানো হবে বলে স্বজনরা জানান।