Ajker Patrika
হোম > সারা দেশ > সিলেট

সীমান্তের শূন্য রেখায় যুবকের লাশ, শরীরে আঘাতের চিহ্ন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি  

সীমান্তের শূন্য রেখায় যুবকের লাশ, শরীরে আঘাতের চিহ্ন
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্য রেখা থেকে গোপাল বাক্তি (৩৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার (২২ ডিসেম্বর) দুপুরে লাশটি উদ্ধার করে বিজিবি ও পুলিশ। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে জানিয়েছে পুলিশ।

গোপাল উপজেলার নিউ সমনবাগ চা-বাগানের মোকাম সেকশনের সাবেক ইউপি সদস্য অকিল বাক্তির ছেলে। তিনি চা বাগানে কাজ করতেন।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, গতকাল শনিবার সকালে গোপালসহ আরও কয়েকজন শ্রমিক বাঁশ কেটে আনতে পাথারিয়া পাহাড়ের দুর্গম জঙ্গলে যান। সেখান থেকে বাড়ি না ফেরায় স্বজনেরা তাঁকে খোঁজাখুঁজি শুরু করেন। আজ ভোরে তাঁরা খবর পান বিজিবি-৫২ ব্যাটালিয়নের বিওসি টিলা বিওপির আওতাধীন সীমান্ত পিলারের মধ্যবর্তী শূন্য রেখার জঙ্গলে একটি লাশ পড়ে রয়েছে। খবর পেয়ে বিজিবি ও থানা-পুলিশ স্বজনদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে গোপালের লাশ শনাক্ত করে। পরে লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নিহতের পরিবারের দাবি, অসাবধানতাবশত সীমান্তের শূন্য রেখার কাছে গেলে গোপাল বাক্তিকে গুলি করে হত্যা করে বিএসএফ। গোপালের শরীরে গুলির চিহ্ন রয়েছে।

নিহত গোপাল বাক্তির সঙ্গে থাকা শ্রমিকদের বরাত দিয়ে দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইমরান আহমদ বলেন, ‘গোপাল বাক্তিসহ আরও কয়েকজন দিনমজুর পাহাড়ে বাঁশ কাটতে যান। এ সময় বিএসএফ গুলি করলে গোপাল বাক্তি নিহত হন। তার সঙ্গে থাকা অন্যরা সেখান থেকে পালিয়ে আসেন। ভয়ে, তারা মুখ খুলেনি।’

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান বলেন, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ যাচাই করা সম্ভব হয়নি। তবে নিহতের দেহে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসিসহ ৫৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি-রেজিস্ট্রারসহ ৫৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সিলেটে শনিবার শুরু হচ্ছে আন্তর্জাতিক শিক্ষামেলা

বারকি নৌকায় এবার ভোলাগঞ্জের সাদা পাথর লুট

সুনামগঞ্জে ধান আনতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু

মে দিবসে খোলা থাকবে সিলেটের হোটেল-রেস্টুরেন্ট

ফের সাক্ষ্য গ্রহণ পেছাল কিবরিয়া হত্যা ও সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলার

ভারতে নির্যাতনের শিকার দুই বাংলাদেশি ফিরলেন দেশে, অতঃপর...

শিশুকে দলবদ্ধ ধর্ষণ করে ছড়িয়ে দেওয়া হলো ভিডিও

ক্ষমতার চেয়ারে যে বসে, সে-ই সবকিছু লুটেপুটে খেতে চায়: ধর্ম উপদেষ্টা