হোম > সারা দেশ > সিলেট

জগন্নাথপুরে বিএনপি কার্যালয়ে আগুন-ভাঙচুরের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি  

সুহিন আহমদ দুদু। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের জগন্নাথপুরে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও চুরির মামলায় আওয়ামী লীগ নেতা সুহিন আহমদ দুদুকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে গ্রেপ্তারের পর আজ মঙ্গলবার সকালে তাঁকে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তার দুদু উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামের আলাউদ্দিনের ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় জড়িত সন্দেহে সুহিন আহমদ দুদুকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ১৯ নভেম্বর উপজেলার মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর নুর বাদী হয়ে দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও চুরির অভিযোগে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ আওয়ামী লীগের ৪৯ নেতা-কর্মীর নামে জগন্নাথপুর থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়। ওই মামলায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে জামিনের জন্য হাজির হলে নামঞ্জুর করে আদালত আরও তিনজনকে কারাগারে পাঠিয়েছেন।

সিলেট বার নির্বাচনে ভরাডুবি: জেলা ও মহানগর বিএনপিকে শোকজ

আগামীর বাংলাদেশ হবে খেলাফতের: মামুনুল হক

সুনামগঞ্জে তিন গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

সিলেটে রিসোর্টে ৮ তরুণ-তরুণীকে জোর করে বিয়ে, কিছু না করেই ফিরে এল পুলিশ

জগন্নাথপুরে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা

বড়লেখায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত

সিলেটে বিপুল পরিমাণে চোরাচালানের মালামাল জব্দ

সিলেটে ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাকচালক আটক

দেশে অনুপ্রবেশের অভিযোগে ২ ভারতীয় নাগরিক আটক

‘সমন্বয়ক’ পরিচয়ে মামলা-বাণিজ্য

সেকশন