হোম > সারা দেশ > সিলেট

সিলেটে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

  সিলেট প্রতিনিধি

আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫, ১৯: ২৬
সিলেটে জব্দ করা চোরাই পণ্য। ছবি: আজকের পত্রিকা

সিলেটে প্রায় ১ কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজিবি জানায়, সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চিনি, কমলা, সুপারি, মদ, বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ এবং চোরাচালানি মালপত্র পরিবহনে ব্যবহৃত পিকআপ ও প্রাইভেট কার জব্দ করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৯৩ লাখ ৭৬ হাজার ২৫০ টাকা।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানি মালপত্র জব্দ করা হয়। বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

সেচের অভাবে ধান উৎপাদন অর্ধেকে, উদ্বিগ্ন কৃষক

সিলেটে ৩০৮ বস্তা ভারতীয় চিনি জব্দ

বাল্লা সীমান্তে বাংলাদেশির লাশ হস্তান্তর করল ভারতীয় পুলিশ

সুনামগঞ্জ সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহতের ঘটনায় বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক